সিসিলি উপকূলে যুক্তরাজ্যের জাহাজ ডুবি: নিখোঁজ ৭

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-19 14:32:19

দক্ষিণ ইতালির সিসিলি উপকূলে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেলে জাহাজে থাকা ৭ ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

এ জাহাজটিতে সেসময় মোট ২২ জন ব্যক্তি ছিলেন। এ ঘটনার পর হেলিকপ্টার থেকে অনুসন্ধান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১ বছরের একটি শিশুও রয়েছে। তাদের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায় বলে জানা গেছে।

সোমবার (১৯ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিরর এ বিষয়ে একটি খবর প্রকাশ করে। 

খবরে বলা হয়, সোমবার ভোররাতের দিকে দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের উপকূলের কাছে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে ডুবে গেলে জাহাজে থাকা ২২ ব্যক্তি সাগরে ভেসে যান।

এরপর বন্দর কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ৭ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

জাহাজে থাকা ২২ জনের মধ্যে বেশির ভাগই যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া ছাড়া জাহাজে ২ জন মার্কিনি, ১ জন কানাডিয়ান, নিউজিল্যান্ডের ১ জন, শ্রীলঙ্কার ১ জন, ফ্রান্সের ২ জন এবং একজন আয়ারল্যান্ডের নাগরিক ছিলেন।

খবরে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া জাহাজটি সোমবার ভোররাত ৫টা পর্যন্ত উদ্ধার করতে সমস্যায় পড়তে হয়। ‘বাজেসিয়ান’ নামে জাহাজটি খুঁজে পেতে হেলিকপ্টার থেকে অভিযান চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর