থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসে নিহত ২২

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-26 12:53:05

থাইল্যান্ডে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২২ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। এছাড়া ৩০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থাইল্যান্ড জুড়ে তীব্র বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চীয় দ্বীপ ফুকেটে ভূমিধসে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ার এক দম্পতিসহ প্রতিবেশী মিয়ানমার থেকে আসা ৯ জন অভিবাসী শ্রমিক রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে বৃষ্টির পর বিভিন্ন প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংট্রান সিনাওয়াত্রা নানের উত্তরাঞ্চলে মানুষের কাছে ত্রাণ পাঠিয়েছেন।

থাই-চীনের রেলওয়ে নির্মাণ প্রজেক্টের একটি টানেলের ধ্বংসস্তূপ থেকে তিন কর্মীকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল প্রদেশের পরিবহনমন্ত্রী নাকলোন রাচাসিমা।

থাইল্যান্ডের পাঁচটি প্রদেশের মধ্যে চিয়াংরাই, সুখোথাই, প্রে-তে বন্যার পানি বয়ে যাচ্ছে। এছাড়া রাজধানী ব্যাংককের পাশের নদী চাও ফ্রায়ার পানি দ্রুত হারে বাড়ছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর