কিয়েভে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-26 13:57:58

ইউক্রেনের রাজধানী কিয়েভে মিসাইল ও ড্রোন হামলা করেছে রাশিয়া। এরপর আরো হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

সোমবার (২৬ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া মিসাইল ও ড্রোন হামলা করেছে। এ সময় কিয়েভ ছিল কর্মব্যস্ত। এ হামলার পর ইউক্রেনের সেনাবাহিনী সতর্কতা জারি করে।

ইউক্রেনের এয়ার বিমান বাহিনী জানায়, রাশিয়া ১১ টিইউ-৯৫ কৌশলগত বোম্বার দিয়ে আকাশ পথে হামলা করে। এছাড়া অনেক মিসাইল ছুড়েছে রাশিয়া।
উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর লুটস্কের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে। ভেতরে প্রবেশ করা যাচ্ছে না বলে কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না।

এদিকে, পোলিশ সীমান্তবর্তী ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর পোলিশ বিমান বাহিনী জানিয়েছে, এ ঘটনার পর সে দেশের বিমান বাহিনী হামলা প্রতিরোধে প্রস্তুতি নিয়ে রেখেছে।

এ সম্পর্কিত আরও খবর