মিয়ানমারে বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় টাইফুন আছড়ে পড়ে মৃতের সংখ্যা বর্তমানে ২শ ৩৬ জনে উন্নীত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৭৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইটের বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।
খবরে জানানো হয়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে সামরিক অভ্যূত্থানের পর এবারই প্রথম দেশটির বিভিন্ন অঞ্চল ও প্রদেশ বন্যাকবলিত হয়েছে।
একসপ্তাহ আগে এশিয়ার বিভিন্ন দেশে অত্যন্ত শক্তিশালী টাইফুন আছড়ে পড়ে।
দ্য ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ানস অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, মিয়ানমারের ৯টি অঞ্চল ও প্রদেশে টাইফুন আছড়ে পড়ে এখন পর্যন্ত মোট ২শ ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭৭ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ৬ লাখ ৩১ হাজার মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিয়ানমার ছাড়াও চীন, ভিয়েতনাম, লাওসে টাইফুন আছড়ে পড়ে।