শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

বিজ্ঞাপন

ভারত থেকে হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবির বিষয়ে বিক্রমাসিংহে বলেন“শেখ হাসিনা এখনো উদ্বিগ্ন। কারণ তাদের অনেক নেতাই দেশ ছেড়ে পালিয়েছেন। যদি তিনি দেশের বাইরে থাকতে চান, তাহলে তাকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই যে বাংলাদেশে আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরে আসার দিকে মনোনিবেশ করুক।” 

এদিকে তাকে নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে জনসমক্ষে কথা বলেছেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে বিক্রমাসিংহে আরও বলেন, “প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি রাজনৈতিক। অনেক নেতাই দেশ ছেড়ে বিদেশ থাকতে শুরু করেছেন। তবে আমি এই সময় বাংলাদেশের স্থিতিশীলতার দিকেই অগ্রাধিকার দিবো।”

উল্লেখ্য, মন্দার কারণে ২০২২ সালে হাজার হাজার মানুষ সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের বাসভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লে, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে বিক্রমাসিংহে ক্ষমতায় বসেন।