ইসরায়েলি হামলায় লেবাননে আরও ৪৫ জন নিহত, ২৪ ঘণ্টায় ১৩৬

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-01 02:28:10

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জনে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

লেবাননের কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরায়েলের হামলায় রাজধানী বৈরুতের দক্ষিণে লেবাননের আইন আল-দেলবে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।  এতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে।

এদের মধ্যে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন গ্রুপের তিনজন সদস্য রয়েছে।

এদিকে লেবাননে স্থল, নৌ ও বিমান পথে হামলার জন্য সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম হামলা প্রতিরোধে গোষ্ঠীটি প্রস্তুত বলে জানান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত দুই সপ্তাহে ১ হাজারের বেশি লেবানিজ নিহত হয়েছেন। ৬ হাজারেরও বেশি আহত হয়েছেন। তবে এরমধ্যে কতজন বেসামরিক নাগরিক তা স্পষ্ট করা হয়নি।

সরকারের তথ্যানুসারে, প্রায় ১০ লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর