মার্কিন পণ্যে চীনের বাড়তি শুল্ক আরোপ স্থগিত

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 15:20:01

১৫ ডিসেম্বর থেকে মার্কিন পণ্যে চীনের বাড়তি শুল্ক আরোপের কথা থাকলেও অবশেষে তা কার্যকর হচ্ছে না। অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে নিজেদের পিছিয়ে নিয়েছে চীন।

রয়টার্স বলছে, বাণিজ্যযুদ্ধ নিরসনে চুক্তির কাছাকাছি যখন চীন-মার্কিন যুক্তরাষ্ট্র, তখন এমন সিদ্ধান্ত নিল বেইজিং।

চীনের অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্থিতিশীল করতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে চায় তারা। এখনই কর আরোপ করা হচ্ছে না বলেও জানিয়েছে তারা।

মার্কিন পণ্যে শতকরা অতিরিক্ত দশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করতে চেয়েছিল বেইজিং। এছাড়া, কিছু পণ্যের ওপর শতকরা ৫ ভাগ বাড়তি শুল্ক আরোপ করার কথা জানিয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকবে বেইজিং।

শুক্রবার বাণিজ্য চুক্তির ব্যাপারে সম্মত হয় চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি সই হয়নি।

এ সম্পর্কিত আরও খবর