ফের করোনাকে ‘চীনা ভাইরাস’ বললেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 19:06:34

করোনাভাইরাসের জন্য চীনকেই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাকে ফের ‘চীনা ভাইরাস’ হিসেবে অ্যাখ্যাও দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হোয়াইট হাউজে করোনাভাইরাস সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে সিএনবিসি।

ট্রাম্প বলেন, এই ভাইরাসের জন্য পুরো বিশ্বকে অনেক মূল্য দিতে হলো। চীন যদি করোনা নিয়ে তথ্য গোপন না করতো তবে আমরা আরও আগেই পদক্ষেপ নিতে পারতাম।

সংবাদ সম্মেলনের শুরুতেই করোনাকে চীনা ভাইরাস বলে সম্বোধন করেন ট্রাম্প। যারা চীনা ভাইরাস বলায় ট্রাম্পের সমালোচনা করেন তাদের উদ্দেশে তিনি বলেন, এটি অবশ্যই বর্ণবাদী আচরণ নয়।

প্রথমবারের মতো চীন দাবি করছে, তাদের দেশে বৃহস্পতিবার নতুন করে করোনায় কেউ আক্রান্ত হয়নি। ট্রাম্প বলেন, আশা করি এটি সত্য হবে।

এর আগেও করোনা পরিস্থিতির জন্য চীনকে কাঠগড়ায় দাঁড় করান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যে চিন-মার্কিন কূটনৈতিক সম্পর্কে নতুন করে ফাটলের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এ সম্পর্কিত আরও খবর