স্পেনে কমতে শুরু করেছে করোনার প্রকোপ, একদিনে মৃত্যু ৬৩৭

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 22:42:53

টানা দুই সপ্তাহ পর স্পেনে করোনাভাইরাসে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৩৭ জন রোগী মারা গেছেন। দুই সপ্তাহ পর সোমবার (৬ এপ্রিল) দেশটিতে সবচেয়ে কম সংখ্যক মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ৯৫০ জনের মৃত্যু হয়। পরে আবার মৃতের সংখ্যা বাড়লেও সোমবার কমে এসেছে মৃতের সংখ্যা। এ নিয়ে দেশটিতে ১৩ হাজার ৫৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

দেশটির সরকার বলছে, করোনার সুস্থতার হার বেড়েছে স্পেনে। একইসঙ্গে কমেছে আক্রান্তের সংখ্যা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রীর জরুরি সমন্বয় ইউনিটের মারিয়া জোসে বলেছেন, সম্প্রতি পরিসংখ্যান বলছে স্পেনে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে।

৪০ হাজারেরও বেশি মানুষ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট আক্রান্তের ৩০ শতাংশ এখন সুস্থ বলেও জানান তিনি।

দেশটি ১৪ মার্চ থেকে লকডাউন করা হয়। লকডাউন করায় আক্রান্তের হার কমছে বলেই জানিয়েছে দেশটির প্রশাসন। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে।

এরইমধ্যে অনেকেই সংক্রমিত আছেন যাদের মধ্যে কোনো লক্ষণ নেই। এজন্য টেস্টের সংখ্যা বাড়িয়ে আক্রান্ত রোগীদের আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার। এ লক্ষে এক সপ্তাহের মধ্যে টেস্টের পরিধি তিনগুণ বাড়ানো হবে বলে জানানো হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে মাস্ক ব্যবহারের ওপর জোর দেওয়া হবে। মাস্ক আপাতত সংক্রমণ কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন- ক্লোরোকুইন ওষুধে কি করোনা নিরাময় সম্ভব?

গরমে কমবে করোনার সংক্রমণ, দাবি মার্কিন গবেষকদের

করোনার চিকিৎসায় চার ওষুধ নিয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বন্যপ্রাণীর অবাধ বাণিজ্য, ভয়াবহ মহামারির দ্বারপ্রান্তে বিশ্ব

নীল আকাশ বলে দিচ্ছে, ভারত কতটা দূষণমুক্ত

পৃথিবীর যেসব অঞ্চল এখনো করোনামুক্ত

ক্ষমতার অন্দরমহলে করোনার আধিপত্য!

বাতাসে করোনাভাইরাসের সংক্রমণ সম্ভব?

লকডাউনের শেষ কবে?

করোনার প্রতিষেধক আবিষ্কার কতদূর?

এ সম্পর্কিত আরও খবর