২৪ ঘণ্টার মধ্যে আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-08 13:04:31

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদ থেকে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আইনজীবী সমন্বয়ক পরিষদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বৈষম্য বিরোধী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিএনপি জামায়াতপন্থি আইনজীবীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে তারা বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগ চান।

ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়ার নেতৃত্বে এ মিছিল বের হয়। ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম সহ শতাধিক আইনজীবী এ মিছিলে অংশ নেয়।

মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বের হয়ে ঢাকার সিএমএম আদালত, মহানগর দায়রা জজ আদালত ঘুরে আবার আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।

মিছিলের পর ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সভায় অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিগণসহ যে সকল বিচারপতি ও বিচারকগণ ন্যায় বিচার করার শপথ ভঙ্গ করে আওয়ামী লীগ সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছেন তাদের ২৪ চব্বিশ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ সম্পর্কিত আরও খবর