গরমে শুধু মানুষ নয় আপনার প্রিয় পোষ্যটিরও ‘হিট স্ট্রোক’ হতে পারে। গরমকালে শরীরের তাপমাত্রা মারাত্মক ভাবে বেড়ে যায়। এতে করে পোষ্যরও নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকি অসুস্থতার ফলে নানা অঙ্গের ক্ষতিও হতে পারে।
চার পাশের উত্তাপ এবং আপেক্ষিক আর্দ্রতা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়া।
নাক, গলা বা শ্বাসনালীর সংক্রমণের কারণে কখনও কখনও ‘হিট স্ট্রোক’ হতে পারে।
বিষাক্ত কিছু খেয়ে ফেললেও অনেক সময় শরীরের উত্তাপ বেড়ে গিয়ে এই সমস্যা হয়।
বয়স বেশি হলে।
অতিরিক্ত গরমের সঙ্গে আগে পরিচয় না থাকলে।
ওজন অত্যন্ত বেশি হয়ে গেলে।
ফুসফুস বা হৃদযন্ত্রের সমস্যা থাকলে।
থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কোনও কারণে বেড়ে গেলে।
পানি কম খেলেও এর আশঙ্কা বাড়তে পারে।
এতে আক্রান্ত হলে শ্বাসের গতি অনেক বেড়ে যায়।
জিভ শুকিয়ে যায়, নাকও শুকিয়ে যায়।
শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফাহরেনহাইন পর্যন্ত উঠে যেতে পারে।
মূত্রের পরিমাণ অত্যন্ত কমে যাওয়া।
মেজাজ খারাপ হয়ে যাওয়া, তার সঙ্গে ঝিমিয়ে পড়া।
হৃদযন্ত্রের গতি অত্যন্ত বেড়ে যাওয়া।
আপনার পোষ্য ‘হিট স্ট্রোক’ করলে প্রথমেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। বেশি বেশি পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে। আর পারলে হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিয়ে তা দিয়ে মুড়ে দিন।