তবে বেশিরভাগ ক্ষেত্রেই চেহারাতেই ফুটে ওঠে রোগের প্রকাশ। এমনকি চিকিৎসকেরাও চেহারা ও চোখ দেখে বেশিরভাগ ক্ষেত্রে ধরে ফেলতে পারেন কোন রোগটি হয়েছে রোগীর। আজকের ফিচারে খুব সহজ ছয়টি বিষয়কে তুলে আনা হলো, যা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মাঝে দেখা দিয়ে থাকে।
পানিশূন্যতার সবচেয়ে প্রথম লক্ষণটি হলো এটা। পানিশূন্যতার পাশাপাশি ঘর্মগ্রন্থিজনিত সমস্যা হাইপোথায়ারয়েডিজম (থায়রয়েড হরমোন সংক্রান্ত সমস্যা) লক্ষণ হিসেবেও শুষ্ক ত্বক দেখা দেয়। এছাড়া শুষ্ক ত্বকের সমস্যার সাথে একজিমা ও চর্মরোগ সংক্রান্ত সমস্যাও যুক্ত থাকতে পারে।
নারীদের চোয়াল, চোয়ালের নিচে, ঠোঁটের উপরে ও কানের পাশের অংশে অনাকাঙ্ক্ষিত ও অতিরিক্ত চুল/লোম থাকার সমস্যাটি খুব পরিষ্কারভাবেই পলিসিস্টিক, ওভারি সিন্ড্রোম (PCOS) কে প্রকাশ করে। হরমোনাল ইমব্যালেন্স ও মেইল (পুরুষ) হরমোনের আধিক্য দেখা দেওয়ার ফলে এই সমস্যাটি দেখা দেয়।
ক্লান্তিপূর্ণ চোখ ক্রনিক অ্যালার্জির সমস্যাকে প্রকাশ করে। রক্তনালীকা ডাইলেট হয়ে নিঃসরণ হয় এবং চোখের নিচের স্পর্শকাতর ত্বক ফুলে যায়, চোখের নিচে কালচে দাগ দেখা দেয়। চোখের ফোলা ভাবের আরও কয়েকটি কারণের মাঝে হাইপোথায়ারয়েডিজম ও স্লিপ অ্যাপনিয়াও থাকতে পারে।
কিছুক্ষেত্রে খাদ্য হজমজনিত সমস্যা ত্বকের মাধ্যমে তার প্রকাশ ঘটাতে শুরু করে। চুলকানির প্রাদুর্ভাবযুক্ত লাল উঁচু অংশ ত্বকের বিভিন্ন স্থানে দেখা দেওয়ার মাধ্যমে অটোইমিউন ডিসঅর্ডারের প্রভাবকে প্রকাশিত করে। একইসাথে অ্যালার্জি, একজিমা ও কিছু বিশেষ ধরনের ইনফেকশনের লক্ষণ হিসেবে দেখা দেয় এমন র্যাশ।
চুলের সাথে চোখের পাপড়ি ও আইভ্রু পড়ে যাওয়ার সমস্যা দেখা দিলে বুঝতে হবে অ্যালোপেশিয়া এরিয়াটার সংক্রমন ঘটেছে। এটা মূলত এক ধরনের অটোইমিউন কন্ডিশন। এই সমস্যাটি শরীরের কিছু অংশে হতে পারে অথবা পুরো শরীরেই ছড়িয়ে যেতে পারে। এ কারণে অতিরিক্ত চুল পড়ার পাশাপাশি অপুষ্টিজনিত কারণেই চুল বেশি পড়ার সমস্যা দেখা দেয়।
শরীরে তিল থাকার বিষয়ে কেউ সচারচর পাত্তা দেয় না বা এই বিষয়টিকে আমলে নেন না। অথচ এই তিল থেকেই তাল তৈরি হওয়ার মতো দেখা দিতে পারে বড় ধরনের অসুস্থতা। চর্ম বিশেষজ্ঞরা জানাচ্ছে, ঘনঘন তিল দেখা দেওয়া, তিলের আকার ও বর্ণ পরিবর্তন হওয়ার মতো বিষয়গুলো ঘটলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ এর পেছনে লুকায়িত থাকতে পারে স্কিন ক্যানসারের মতো ভয়ানক রোগ।
আরও পড়ুন: মাড়ির রক্তপাত প্রতিরোধে কী করণীয়?
আরও পড়ুন: কেন দেখা দিচ্ছে চুল পড়ার সমস্যা?