ঘর সাজবে খবরের কাগজে

অনুষঙ্গ, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪ | 2023-09-01 13:16:49

আজ রাত পেরুলেই আগামীকাল পহেলা বৈশাখ। যে দিনটিকে উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হয়, এবারে করোনা পরিস্থিতিতে সে দিনটি অন্য আর দশটি সাধারণ দিনের মতই ঘরের ভেতরে কাটাতে হবে নিজের ও পরিবারের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে।

বাইরে যাওয়া সম্ভব না হলেও, ঘরেই আনন্দের সাথে বৈশাখের প্রথম দিনটিকে উদযাপন করা যায় নিজের মত করে। বাসার ছোট সদস্যদের প্রতি বছরেই স্কুলে থাকে নানান আয়োজন। স্বাভাবিকভাবেই তারাও চাইবে এ দিনে আনন্দ করতে। যেহেতু ঘরের ভেতরেই বৈশাখের আমেজ আনার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে নিজের বাড়ি ও ঘরগুলোকে সাজিয়ে নেওয়ার বিষয়টিও চলে আসে।

কিন্তু লকডাউনের সময়ে যেখানে প্রয়োজনীয় জিনিসই কেনা সম্ভব হচ্ছে না, ঘর সাজানোর জিনিস কীভাবে পাওয়া যাবে? ঘর সাজানোর জন্য জন্য কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন নেই। পুরনো খবরের কাগজই যথেষ্ট। সাথে আঠা ও সুতা থাকলেই হরেক নকশায় ঘর সাজানোর জিনিস তৈরি করা সম্ভব হবে।

কাগজ ছোট টুকরা করে কেটে চোঙা তৈরি করে গোলাকার ফুলেল নকশা

নকশা ১

নকশা

নকশা ২

নকশা

স্টার কিংবা হার্ট শেইপে কাগজ কেটে সুতা কিংবা চিকন দড়িতে লাগিয়ে নেওয়া

নকশা ১

নকশা

নকশা ২

নকশা

নকশা ৩

নকশা

কাগজের ফ্যান তৈরি করে পরপর বসিয়ে গোলাকার নকশা তৈরি করা

নকশা

কাগজের চেইন ও কাগজের ছোট লাইটিং ডিজাইন

নকশা ১

নকশা

নকশা ২

নকশা

এ সম্পর্কিত আরও খবর