পারফেক্ট ন্যুড মেকআপ লুকেই হোক এবারের ঈদ

সাজসজ্জা, লাইফস্টাইল

ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল | 2023-08-30 00:00:57

কিছুদিন আগেও গাঢ় ও কন্ট্রাস্ট রঙের আইশ্যাডো ও লিপস্টিকে ভারী মেকআপের চল থাকলেও, বর্তমান সময়ের মেকআপের ট্রেন্ড হচ্ছে একদম ন্যাচারাল লুক তৈরি করা। যাকে বলা হয়ে থাকে ন্যুড মেকআপ লুক। সীমিত মেকআপ সামগ্রীর সীমিত ব্যবহারে চেহারায় প্রাকৃতিক ও প্রানবন্তভাব ফুটিয়ে তোলার মাধ্যমেই ন্যুড মেকআপ করা হয়।

এইবারের কোরবানির ঈদ পড়েছে এমন এক আবহাওয়ায়, কখনো থাকছে প্রচন্ড রোদ আবার কখনো বৃষ্টি। রোদ কিংবা বৃষ্টি যাই থাকুক না কেন, যেকোন পোশাকের সঙ্গে দারুণ মানিয়ে যাবে হাল সময়ের ট্রেন্ড ন্যুড মেকআপ লুক।

ন্যুড মেকআপ লুক তৈরি করা কঠিন তো নয়ই, বরং খুবই সহজ ও সিম্পল। ছোট মাত্র পাঁচটি ধাপেই ন্যুড মেকআপ লুক চেহারায় আভিজাত্যের ছাপ এনে দিবে।

প্রথম ধাপ: ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং

অবশ্যই প্রথম ধাপ হবে মুখের ত্বক ভালোভাবে পরিষ্কার করা। ত্বকের সাথে মানানসই যেকোন ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। মেকআপের আগে মুখের ত্বক পরিষ্কারের ক্ষেত্রে ফোমিং ক্লিনজার ব্যবহার করা শ্রেয়।

মুখ ধোয়ার পর ত্বক যেন বেশি শুষ্ক না হয় সেজন্য ময়েশ্চারাইজিং জরুরি। প্রথমে টোনার ব্যবহার করে এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক একদম কোমল ও মোলায়েম থাকবে।  

আরো পড়ুন: ত্বকের সুস্থতায় এসেনশিয়াল অয়েল

দ্বিতীয় ধাপ: মেকআপ বেইজ

মেকআপ বেইজের কথা ভাবলেই ফাউন্ডেশন ব্যবহারের কথা মাথায় আসবে। কিন্তু ন্যুড মেকআপের জন্য ফাউন্ডেশন ব্যবহার করা যাবে না। ফাউন্ডেশন ত্বকের উপর আস্তরণ তৈরি করে। ফাউন্ডেশনের পরিবর্তে ত্বকের রঙের কাছাকাছি কোন ফেস পাউডার ব্যবহার করতে হবে। ত্বকের রঙ যদি নিস্প্রভ হয় তবে গোলাপি অথবা পীচ রঙের ফেস পাউডার ব্যবহার করতে হবে। অন্যদিকে ত্বকের রঙ যদি কিছুটা গাড় হয় তবে ব্যবহার করতে হবে ক্রিম শেডের ফেস পাউডার। ফেস পাউডার ব্যবহারের ক্ষেত্রে প্রথমে মুখের দুই পাশে, এরপর নাক ও কপালে ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে।

তৃতীয় ধাপ: চোখের সাজ

চোখের সাজের জন্য পছন্দ করতে হবে ত্বকের রঙের কাছাকাছি রঙের আইশ্যাডো। আইশ্যাডো ব্রাশের সাহায্যে চোখের উপরে ব্লেন্ড করে নিতে হবে। এরপর কিছুটা গাড় রঙের আইশ্যাডো চোখের বাইরের দিকে কোনায় ব্লেন্ড করতে হবে কন্ট্যুর ব্রাশের সাহায্যে। এতে চোখ বড় দেখাবে। এবার আইভ্রুর নিচের অংশ হাইলাইট করার জন্য ক্রিম রঙের গ্লসি আইশ্যাডো অ্যাপ্লাই করতে হবে। একই সঙ্গে বাদামী রঙের আইভ্রু পেন্সিলের সাহায্যে হালকা শেইপ করে নিতে হবে আইভ্রু।

আইলাইনার ও মাশকারার কথা ভুলে গেলে চলবে না কিন্তু। তবে ভুলে যেতে হবে উইংড আইলাইনারের কথা। চোখের পাপড়ির উপরে খুব চিকন প্রলেপে আঁকতে হবে আইলাইনার। এরপর ব্যবহার করতে হবে মাশকারা। তবে সেটাও একদম সীমিত পরিমাণে।

চতুর্থ ধাপ: মুখের মেকআপ

মুখের মেকআপের ক্ষেত্রে কন্ট্যুরিং এর কোন প্রয়োজন নেই। ব্লাশ ও হাইলাইটারই যথেষ্ট। ব্লাশ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যথাসম্ভব হালকা শেড পছন্দ করতে হবে। খুব বেশি কন্ট্রাস্ট শেড পুরো ন্যুড মেকআপকেই নষ্ট করে দেবে। পরবর্তিতে হাইলাইটারের ক্ষেত্রে প্যাস্টেল শেডের হাইলাইটার ব্যবহার করতে হবে চীকবোনসে।

পঞ্চম ধাপ: ঠোঁটের সাজ

লাল কিংবা যেকোন গাঢ় রঙের লিপস্টিক যতই প্রিয় হোক না কেন, সম্পূর্ণ ন্যুড লুক তৈরির জন্য লিপস্টিক পছন্দ করতে হবে ন্যুড শেডের। লিপস্টিক পছন্দ করার ক্ষেত্রে ত্বকের রঙের কাছাকাছি ও আইশ্যাডোর রঙের সাথে মিল রেখে রঙ পছন্দ করতে হবে। লিপস্টিক এপ্লাই করার পর ট্রানস্পারেন্ট রঙের লিপগ্লস ব্যবহার করতে হবে।

ব্যাস, একদম সিম্পল পাঁচটি ধাপে অল্প সময়ের মাঝেই পারফেক্ট ন্যুড লুক তৈরি হয়ে যাবে উৎসব আয়োজনে অংশগ্রহণের জন্য।

এ সম্পর্কিত আরও খবর