দেশে মোবাইল ও তথ্য-প্রযুক্তি খাত সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও ২ বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।
তিনি বলেন, বর্তমানে দেশে ব্যবহৃত মোবাইলের সিংহভাগই এ দেশে উৎপাদন ও সংযোজন হয়ে থাকে। সে কারণে স্থানীয় পর্যায়ে মোবাইল ও তথ্য-প্রযুক্তি খাত সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত প্রস্তাব পেশ করছি:
স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা ২ বছরের জন্য বর্ধিতকরণ; প্রিন্টার, টোনার কার্টিজ/ইনকজেট কার্টিজ, কম্পিউটার প্রিন্টারের যন্ত্রাংশ, কম্পিউটার, ল্যাপটপ, এআইও (AIO), ডেস্কটপ, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, কি-বোর্ড, মাউস, বারকোড/কিউআর স্ক্যানার, র্যাম (RAM), পিসিবিএ/মাদারবোর্ড, পাওয়ার ব্যাংক, রাউটার, নেটওয়ার্ক সুইচ, মডেম, নেটওয়ার্ক ডিভাইস/হাব, স্পিকার, সাউন্ড সিস্টেম, ইয়ারফোন, হেডফোন, এসএসডি/পোর্টেবল এসএসডি, হার্ডডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ, মাইক্রো এসডি কার্ড, ফ্লাশ মেমরি কার্ড, সিসিটিভি, ২২ ইঞ্চি পর্যন্ত মনিটর, প্রজেক্টর, প্রিন্টেড সার্কিত বোর্ড (Printed Circuit Board), ই-রাইটিং প্যাড, ইউএসবি ক্যাবল, ডাটা ক্যাবল, ডিজিটাল ওয়াচ, বিভিন্ন ধরণের লোডেড পিসিবি (Loaded PCB) এর স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান।
এছাড়াও তথ্য প্রযুক্তি নির্ভর সেবা হিসেবে ই-লার্নিং (e-learning) এবং ই-বুক (e-book) কে Information Technology Enabled Services (ITES) 67015 অন্তর্ভুক্তকরণের প্রস্তাব করেন তিনি।