আত্মহত্যা করেছেন র্যাম্প মডেল এবং অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের। সোমবার বিকেলে রিসিলার মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুলশান থানা।
তার মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের এক কর্মকর্তা জানান, বিকেল ৪টার দিকে হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুবাস্ত নজর ভ্যালির অ্যাপার্টমেন্টের ১০ তলায় ভাড়া থাকতেন রিসিলা। ঘটনার সময় স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, নিহত মডেল রিসিলা মাদকাসক্ত ছিলেন। নেশায় আসক্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও সন্দেহ পুলিশের।
তবে স্বজনরা বলছেন, বেশ কিছু দিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন রিসিলা। রিসিলার ৪ বছরের একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।