ঢাকা থেকে রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের তালোড়া স্টেশনে নতুন স্টপেজ চালু হয়েছে। বর্তমানে ট্রেনটি এই স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী নেওয়া শুরু করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি জানা যায়। বাংলাদেশ রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের তালোড়া স্টেশনে যাত্রা বিরতি শুরু হয়েছে।
ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করে। এটি কমলাপুর স্টেশন থেকে সকাল ৯টা ১০ মিনিটে যাত্রা শুরু করে এবং রংপুরে পৌঁছায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। ঢাকা থেকে রংপুরে পৌঁছতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে।
এদিক, রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুর স্টেশন থেকে রাত ৮টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং সকাল ৬টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়।
উল্লেখ্য এর আগে গত মাসের ২১ সেপ্টেম্বর চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্টের (পশ্চিম) কার্যালয় বাংলাদেশ রেলওয়ে রাজশাহী থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনের নতুন এই তালোড়া স্টেশনে যাত্রা বিরতি দেওয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো।