শিবগঞ্জ পৌর নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 23:59:37

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি ও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মেয়র প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মতিয়ার রহমান মতিন অভিযোগ করে বলেন, সকার ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর পরই নৌকা মার্কার প্রার্থীর কর্মীরা প্রতিটি ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদেরকে বের করে দেয়। পুলিশ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিষয়টি জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, বেলা ১০টার পর নৌকা মার্কার কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারদের সহযোগিতায় ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল দেয়। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করে ধানের শীষের প্রার্থীকে কোন সহযোগিতা না করায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

পূর্ব বেড়াবালা বিলুপ্ত স্কুল মাঠ অস্থায়ী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওহীদুল আহাদ সোহাগ জানান, এই কেন্দ্রে মোট ১২৫৬ জন ভোটার। দুপুর ১টা পর্যন্ত তাদের মধ্যে ৮৫০ জন ভোট প্রদান করেছেন, যা মোট ভোটারের শতকরা ৭০ ভাগ।

উল্লেখ্য, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক নৌকা প্রতীকে এবং বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

এ সম্পর্কিত আরও খবর