সংক্রমণ কমাতে অবশ্যই ঘরে থাকতে হবে

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-08-31 14:22:09

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে টানা ১৪ দিনের লকডাউন। কোরবানির ঈদের আগের থেকে এবারের লকডাউন আরও কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেছেন, সংক্রমণ কমাতে অবশ্যই ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসবেন না। বাইরে যদি আসতেই হয় ডাবল মাস্ক পরবেন, নইলে সংক্রমণ বাড়তে থাকতে। হাসপাতালে রোগীর চাপ ম্যানেজ করা অসুবিধা হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এবারের লকডাউনে অফিস-আদালত, গার্মেন্ট ও রপ্তানিমুখী শিল্প কারখানা বন্ধ থাকবে। ফলে মানুষের বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। এবার কঠোরভাবে বিধিনিষেধ পালন করা হবে। গত লকডাউনের থেকেও এটা আরও কঠোর হবে। পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা মাঠে থাকবেন।

কোরবানির ঈদের আগে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করে সরকার, যার মেয়াদ আজ শুক্রবার সকাল ৬টায় শেষ হয়ে গিয়েছে। আজ থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত সারা দেশে লকডাউন কার্যকর করবে সরকার। এই লকডাউন কার্যকরে পুলিশ, বিজিবির সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা টহলে থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর