ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মো. রাফিউল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর এলাকার বংশী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাফিউল ইসলাম ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামান মনিরের ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে হাজিপুর এলাকায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় রাফিউল ইসলাম। সেখানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে নৌকায় বেড়াতে না গিয়ে ছোট চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর পাড়ে বসে খেলা করবে বলে থেকে যায়। রাফিউল ও তার চাচাতো ভাই খেলা করতে গিয়ে রাফিউল পানিতে পড়ে যায়। তাকে বাচাঁতে গিয়ে চাচাতো ভাই পানিতে লাফ দেয়। চাচাতো ভাই পানিতে হাবুডুবু খেতে থাকলে আশে-পাশের লোকজনের নজরে পড়লে তারা তাকে উদ্ধার করতে পারলেও রাফিউলকে খুঁজে পায়নি।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, সকালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা কাজ করে স্কুলছাত্রের লাশ বংশী নদী থেকে উদ্ধার করে।