নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার ৮টি ও রায়গঞ্জ উপজেলার ৯টি মোট ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজার রহমান ও রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জান।
১১ নভেম্বর উপজেলার সদর উপজেলার রতনকান্দি, বাগবাটি, বহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ী ছোনগাছা, কালিয়া হরিপুর, সয়দাবাদ ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর, সোনাখারা, ধুবিল, ঘুড়কা, চন্দাইকোন, ধানগড়া, নলকা, পাঙ্গাসী, ব্রক্ষগাছা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলোতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।
এর আগে গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নসহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর।
আপিল নিষ্পত্তি শুনানী ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।