রাজধানী মিরপুরের পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি- ব্লকের ১৮ নম্বর লেনে বসবাসরত তিন পরিবারের একই বয়সী তিন কলেজ ছাত্রীকে টিকটকাররা অপহরন করেছে বলে সংশ্লীষ্ট এলাকার থানায় অভিযোগ করেছেন অপহৃত একজনের মা।
শুক্রবার ১ অক্টোবর নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় লিখিত অভিযোগটি করেন। অভিযোগে তিনি বলেন, এলাকার দুই
তরুন ও এক তরুনী তার মেয়েকে অপহরণ করেছে। অভিযুক্তদের নামও তিনি অভিযোগে উল্লেখ করেন। তারা হলেন, জিনয়া, তরিকুল ও রকিবুল। এদের মধ্যে জিনিয়া টিকটক করে বলেও জানান তিনি।
পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, বাসা থেকে বের হওয়ার সময় এই তিন কলেজ শিক্ষার্থী সঙ্গে করে টাকা, স্বর্ণালঙ্কার ও তাদের স্কুল সার্টিফিকেট নিয়ে গেছেন।
পুলিশ জানিয়েছে গতকাল ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় তারা কলেজের নাম করে বাসা থেকে বের হন। তিনজনই কলেজ শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজে পড়লেও বন্ধুত্ব ছিলো। কানিজ ফাতেমা দুয়ারিপাড়া কলেজ, দিলখুশ জান্নাত নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি
ইনস্টিটিউট ও স্নেহা পল্লবী ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। মিরপুর পল্লবী জোনের এডিসি মো. আরিফ ইসলাম বলেন, আমাদের প্রাথমিক ধারনা এই মেয়েরা ইচ্ছা করেই ঘর থেকে বের হয়েছে। তারা যদি পাচারকারির হাতে পরতো তবে এত টাকা বা স্বর্ণালঙ্কার নিয়ে বের হতো না।
এমনকি একজন তার মায়ের হজের টাকা পর্যন্ত নিয়ে গেছেন। এতেই ধারনা করা যায় সেচ্ছায় বেড়িয়েছেন। তারপরও আমাদের অভিযান চলমান আছে। তিনি আরো বলেন, আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি। সোর্সরাও কাজ শুরু করেছে গত রাত থেকেই।
এই তিন বান্ধবির বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরিকুল্লাহকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রকিবুল্লাহ তার ভাই। আর জিনিয়া এখন ঢাকার বাইরে আছেন। তিনি ঢাকায় এসে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। ইতমধ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, দেখেন যদি পাচারকারি চক্রের হাতে পরতো তবে টাকা নিতো না। কিন্তু এরা টাকা নিয়ে গেছেন। তাই ধারণা করা হচ্ছে এরা সেচ্ছায় বেড়িয়েছেন।