কলেজ শিক্ষার্থীর বুদ্ধিতে রক্ষা পেল অপহৃত শিশু

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ), বার্তা২৪.কম | 2023-09-01 01:28:41

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমায়েত উল আকিকের বুদ্ধিমত্তায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে পাঁচ বয়সী শিশু মেহেদি হাসান মিরান।

অপহৃত মিরান কুমিল্লা সদর উপজেলার টমসন ব্রিজ সংলগ্ন মানহাবিল্লাহ এলাকার কেফায়েত খানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে কেজিতে পড়ে।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় মাসুদ রানা (১৭) ও রবিউল ইসলাম নাহিদ (১৫) নামে দুই কিশোর অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি কুমিল্লা উপজেলায়।

তবে আটককৃত দুই কিশোর অপহরণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা মিরানদের বাড়িতে ভাড়া থাকি। তাকে নিয়ে বেড়াতে বের হয়েছিলাম।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কলেজ শিক্ষার্থী আকিক ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঈশা খাঁন এক্সপ্রেস ট্রেনযোগে গৌরীপুর আসছিলেন। এ সময় ট্রেনের বগিতে দুইজন কিশোর ছেলে একটি শিশু বাচ্চাকে নিয়ে বসে ছিল। কিন্তু তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় আকিক সহ অন্যান্য ট্রেনযাত্রীরা দুই কিশোরের পরিচয় ও গন্তব্য জানতে চায়। এ সময় তাদের কথা-বার্তায় গরমিল দেখা দিলে যাত্রীরা দুই কিশোরকে অপহরণকারী হিসেবে সন্দেহ করে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

এ বিষয়ে হিমায়েত উল আকিক বলেন, ‘আমি কলেজের ক্লাস শেষে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যোগে নিজ বাড়ি গৌরীপুর আসছিলাম। ট্রেনের বগিতে শিশু বাচ্চাসহ দুই কিশোর ছেলের কথাবার্তা ও আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। পরে ট্রেনযাত্রীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করি।’

অপরদিকে মিরানের মা নুসরাত জাহান মুঠোফোনে বলেন, ‘রোববার মিরানকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ছেলেকে নিতে ময়মনসিংহ রওনা হয়েছি।’

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কলেজ শিক্ষার্থী আকিক সহ অন্যান্য ট্রেনযাত্রীদের অভিযোগ পেয়ে শিশু মিরানকে উদ্ধার করা হয়েছে। আমরা শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনা তদন্ত করে আটককৃত দুই কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর