ভৈরবে নৌকাডুবি: পুলিশ কনস্টেবলসহ দু’জনের মরদেহ উদ্ধার

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কটিয়াদী (কিশোরগঞ্জ) | 2024-03-25 09:00:56

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হয়েছে মোট সাতজনের মরদেহ।

সোমবার (২৫ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো রাসুল নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

এর আগে রোববার (২৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) ডুবুরি দল তৃতীয় দিনের মতো নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধার অভিযানে নামে। এক পর্যায়ে মেঘনার তীরবর্তী পুলতাকান্দা এলাকা ও রেলসেতু এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত, শুক্রবার সাড়ে পাঁচটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকা ভৈরব প্রান্ত থেকে ট্রলারে ২১ জন দর্শনার্থী নিয়ে আশুগঞ্জ সোনারামপুর চর ভ্রমণ শেষে ভৈরবে ফেরার পথে একজন নিহত ও পুলিশসদস্যসহ ৮ জন নিখোঁজ হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধারে যুক্ত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর