দেড় ঘণ্টা পর মেট্রোরেল সার্ভিস চালু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-25 20:36:19

দেড় ঘণ্টা পর আবারও চালু হয়েছে মেট্রোরেল সার্ভিস।

শনিবার (২৫ মে) রাত ৮টা ২০ মিনিটের দিকে রেল চলাচল শুরু হয়। এর আগে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

তবে তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য জানা যায়নি।

মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি তারা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও মেসেজ করলেও তারা কোন সাড়া দেননি।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্ট লাইন-১ এর উপপ্রকল্প পরিচালক নাজমুল ইসলাম ভূঁইয়াকে ফোন দেয়া হলে তিনি বলেন, আমি ছুটিতে ঢাকার বাইরে আছি। এ বিষয়ে বলতে পারব না।

তবে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন) নাসির উদ্দীন বলেন, আমরা সমস্যা সমাধানে কাজ করছি। কি ধরনের সমস্যার কারণে মেট্রো চলাচল বন্ধ রয়েছে সে বিষয়ে কোন তথ্য দেননি তিনি।

এ সম্পর্কিত আরও খবর