‘রিমাল’-এর অবস্থান এখন মানিকগঞ্জ এলাকায়

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-05-27 21:01:24

রাতের তাণ্ডব শেষে দিনের শেষভাগে ঘূর্ণিঝড় ‘রিমাল’ গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করছে। এটির গতিপথ এখন উত্তর-পূর্ব দিকে।

সোমবার (২৭ মে) সন্ধ্যার পর আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, ‘রিমাল’ এখন দুর্বল হয়ে মানিকগঞ্জ ও এর আশপাশের এলাকার দিকে অবস্থান করছে। এটি আরো অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে।

কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা, পায়রাবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে ও সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর