ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ডিসি-এসপি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-06-15 06:56:53

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে মাঠে নেমেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। 

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার আব্দুল মান্নান। বিকেলে পদুয়ার বাজার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। 

এসময় জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমরা সর্বাত্মক কাজ করছি। আমাদের ৩৮টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম মাঠে রয়েছে। ঈদের আগে যানজট আর ঈদের পরে অতিরিক্ত গতি রোধে আমরা পর্যবেক্ষণ করবো।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, মহাসড়ক নিরাপদ রাখতে আমরা সচেষ্ট আছি। যাত্রায় কেউ যেন ছিনতাই ডাকাতের কবলে না পড়ে সেজন্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছে মহাসড়কগুলো। আগামী দুই-তিন দিন মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকবে। হাইওয়ে পুলিশ-জেলা পুলিশ মিলে আমরা সেটি মোকাবেলা করতে পারবো।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ৪৪টি মোবাইল টিম, ৩৪টি পিকেট টিম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২২টি থানায় ২২টি কুইক রেসপন্স টিম, ইন্টেলিজেন্স টিম রয়েছে। এছাড়া সরকারি এবং বেসরকারি রেকার মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর