মহাখালীতে দুই বাসের রেষারেষি: পরিবহন শ্রমিক নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-06-15 07:19:57

ঢাকার মহাখালী বাস টার্মিনালের সামনে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারিয়েছেন সেলিম নামের এক পরিবহন শ্রমিক। তিনি সৌখিন পরিবহনের স্টাফ ছিলেন।

শনিবার (১৫ জুন) ভোরে সৌখিন পরিবহন ও রাজিব পরিবহনের দুই বাসের রেষারেষিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সৌখিন পরিবহন ও রাজিব পরিবহনের নামের দুটি বাস একটি আরেকটি বাসের আগে যাবার চেষ্টা করলে সৌখিন বাসের স্টাফ দুটি বাসের চাপায় পড়ে নিহত হন।

নিহত এই পরিবহন শ্রমিকের নাম সেলিম, তার বাড়ি যশোর বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এসময় উপস্থিত এএসপি মাহবুবের কাছে নিহত ব্যক্তির সম্পর্কে জানতে চাইলে তিনি বার্তা২৪.কম-কে বলেন, নিহত ব্যক্তির বিস্তারিত জানতে পারিনি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর