ঈদের দিন বন্ধ থাকবে আন্তঃনগর ট্রেন, চলবে চট্টগ্রাম মেইল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-16 12:07:57

ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেছেন, শুধু ঢাকা থেকে চট্টগ্রাম চলাচলকারী চট্টগ্রাম মেইল চলাচল করবে আর কোনো ট্রেন চলাচল করবে না।

রোববার (১৬ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান তিনি।

মোহাম্মদ মাসুদ সরওয়ার বলেন, সোমবার ঈদুল আজহা। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। শুধু ঢাকা থেকে চট্টগ্রাম চলাচলকারী চট্টগ্রাম মেইল চলাচল করবে। এছাড়া আর কোনো ট্রেন চলাচল করবে না। আবার ঈদের পরদিন থেকে কিছু কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করবে৷ ১৯ জুন থেকে সবগুলো আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল করবে।

এ সম্পর্কিত আরও খবর