রাজবাড়ীতে কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-06-21 22:15:58

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষককে কামড়িয়েছে রাসেলস ভাইপার সাপে। সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে সাথে করে ধরে নিয়ে এসেছেন কামড় দেওয়া বিষাক্ত সাপটি।

আহত মধু বিশ্বাস পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে। সাপটি রাসেলস ভাইপার এটি নিশ্চিত করেছেন পাংশা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক।

শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে ক্ষেত থেকে বাদাম তুলতে গিয়ে তিনি সাপের কামড়ে আক্রান্ত হন।

হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় বাদাম ক্ষেত থেকে তোলার সময় রাসেলস ভাইপারে কামড় দেয়। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।

পাংশা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক বলেন, রাসেলস ভাইপারে কামড়ে এক কৃষক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তাকে সার্বক্ষণিক নিবিড় পরির্যায় রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর