রংপুরের মহিপুরে শেখ হাসিনা সেতুতে ফাটল, আতঙ্কিত পথচারীরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-06-21 22:19:08

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুরে তিস্তা নদীতে অবস্থিত তিস্তা শেখ হাসিনা সেতুতে ফাটল দেখা দিয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকালের দিকে সেতুর লালমনিরহাট অংশে উপরিভাগের ফাটল দেখা দেয়। এতে যানবাহন ও পথচারীসহ ঘুরতে আসা দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ফাটল অংশটিতে সতর্কতামূলক লাল কাপড় দেয়া হয়েছে। সেতুর ওপর দিয়ে ভারি যান চলাচলের কারণে ভেঙে যাওয়া স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে হঠাৎ সেতুর উপরের অংশ খুলে আসতে শুরু করে। এরপর দর্শনার্থীদের মধ্যে একজন লাল কাপড় টাঙিয়ে দেয়।

মজিবুল হক নামে একজন জানান, বিকালে হঠাৎ সেতুর লালমনিরহাট অংশে ফাটল দেখা দেয়। এটি ফাটল না ওপরের অংশ ভেঙে গেছে বোঝা যাচ্ছে না। তবে যানবাহন চলাচল বিপদজনক হয়েছে।

এই ঘটনার পরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সেতুতে গঙ্গাচড়া থানা পুলিশের একটি মোবাইল টিম নিয়োজিত করা হয়েছে। এঘটনায় তাৎক্ষণিক কোন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর