নরসিংদীতে আনন্দ ভ্রমণে গিয়ে কিশোরের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্ত২৪.কম, নরসিংদী | 2024-06-24 16:33:22

নরসিংদীতে নৌকা ভ্রমনে গিয়ে নৌকা থেকে লাফ দিয়ে মাথা ফেটে মোঃ আনাছ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার করিমপুর মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহত মোঃ আনাছ ওই গ্রামের আলম বাদশার ছেলে৷

নিহতের বাবা আলম বাদশা বলেন, আমি কাজে ছিলাম। তখন শুনতে পারি নদীতে নৌকা ভ্রমনে গিয়ে ডুবে মারা গিয়েছেআমার ছেলে। কেন কিভাবে পড়ে মারা গিয়েছে সেটা আমি এখনো জানতে পারিনি।

স্থানীয়রা ও নিহতের বন্ধুরা জানায়, মূলত আজকে ঘুরতে বের হয়েছিল আনাছসহ তার বন্ধুরা। তখন মজার ছলে নদীতে লাফ দেয় আনাছ। পরে তাকে নদী থেকে তুলে হাসপাতালে নেয়া হয়।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) তানভীর আহমেদ ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, বিষয়টি নৌ-পুলিশ দেখে, তাদের খবর দেওয়া হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর