ভুটান প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট চালু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-27 19:23:59

ভুটান প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভুটানের রাজধানী থিম্পুতে এ কার্যক্রম উদ্বোধন করেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত শিবনাথ রায় বলেন, প্রবাসীদের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ভুটানে বসবাসকারী প্রবাসী ভাই-বোনদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করা হলো।

আশা করা যায়, এর ফলে একদিকে যেমন প্রবাসীদের সেবা প্রদান উন্নত এবং সহজতর হবে, অন্যদিকে ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠান এবং থিম্পুতে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম সমন্বয় করেন দূতাবাসের প্রধান কনস্যুলার কর্মকর্তা সুজন দেবনাথ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ই-পাসপোর্ট কার্যক্রমের উপপ্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শাফিউল মোজনেবীন এবং সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আবিদা আফসারি।

তারা সরকারের ই-পাসপোর্ট কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ভুটান প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। উদ্বোধনের পর ই-পাসপোর্ট সিস্টেম ব্যবহার এবং সেবা প্রদানের পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভুটান প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে ৪৫টি বিদেশি মিশনে বাংলাদেশের ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হলো।

এ সম্পর্কিত আরও খবর