পলাশে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নরসিংদী | 2024-06-28 12:47:55

নরসিংদীর পলাশে প্রাকৃতিক দুর্যোগ রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এসব উপকরণ বিতরণ করে কৃষি অফিস।

বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার।

স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

এ সময় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার বলেন, প্রাকৃতিক দুর্যোগ রেমালে ক্ষতিগ্রস্ত কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ ২/ ২০২৪-২০২৫ মৌসুমে উপসী রোপা আমন আবাদ ও উৎপাদন বৃ্দ্ধির লক্ষ্যে ৬ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর