ফেনীতে অবৈধ ক্যাবল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ফেনী | 2024-06-28 14:44:47

ফেনীতে লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলাপ্রশাসন। এতে লাইসেন্স না থাকায় খন্দকার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে শহরের শাহীন একাডেমী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকায় খন্দকার এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, অবৈধ ক্যাবল অপারেটররা লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর