খাগড়াছড়িতে ‘বিপন্ন’ হিল ময়না উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, খাগড়াছড়ি | 2024-06-28 14:58:45

খাগড়াছড়ি থেকে ৬টি বিপন্ন প্রজাতির হিল বা পাহাড়ি ময়না উদ্ধার করেছে বন বিভাগ। পাখিগুলোকে একটি চক্র খাগড়াছড়ি থেকে ফেনীতে পাচার করছিল।

শুক্রবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে খাগড়াছড়ি শহরের একটি বাস কাউন্টার থেকে বিপন্ন প্রজাতির এসব পাখি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা। 

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়র ফেনীগামী একটি যাত্রীবাহী বাস থেকে বাচ্চাসহ ৬ টি হিল ময়না উদ্ধার করি। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ময়নাগুলো উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।'

এসম তিনি আরো বলেন, ‘হিল ময়নাসহ যেকোন বন্যপ্রাণী পাচার রোধে বন বিভাগ কাজ করছে। গত ৪ বছরে বিপন্ন প্রায়  লজ্জ্বাবতী বানর, গয়াল, বন বিড়াল, মায়া হরিণ,তক্ষক, হিল ময়না ৩১টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে খাগড়াছড়ি বন বিভাগ।'

প্রসঙ্গত, হিল ময়না ২০১২ সালের বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত। 

এ সম্পর্কিত আরও খবর