চুয়াডাঙ্গায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,চুয়াডাঙ্গা | 2024-06-29 10:31:57

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের সন্তোষপুর তেল পাম্পের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, হয়ত সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে সন্তোষপুর তেল পাম্পের অদূরে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জীবননগর থানার পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন, ওই ব্যক্তি হয়ত মানসিক প্রতিবন্ধী। রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন।

সন্তোষপুর গ্রামের আকলিমা খাতুন নামের এক নারী জানান, 'ভোরে ফজরের আজানের পর রাস্তায় একটি শব্দ শুনতে পাই। আমরা গিয়ে দেখি ওই ব্যক্তি সড়কের পাশে কাতরাচ্ছে। আমি তার মাথায় পানি দেয়ার জন্য বাড়িতে পানি আনতে গিয়ে ফিরে এসে দেখি তিনি মারা গেছেন।'

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, 'সন্তোষপুর তেল পাম্প সংলগ্ন সড়কের পাশে ঝোপের ভেতর এক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি।'

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, 'জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে এক পাগল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।'

এ সম্পর্কিত আরও খবর