টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ৪

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম বরগুনা | 2024-07-02 01:59:14

বরগুনার পাথরঘাটায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরিফ কাকচিড়া ইউনিয়নের কামারহাট এলাকার ইউনুস মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাগরিবের পূর্বে টিউবওয়েল বসানোর জন্য ২টি খুঁটির সঙ্গে আরেকটি খুঁটি যুক্ত করতে যে রশি ব্যবহার করা হয় সেই রশি দুর্বল থাকায় ছিড়ে গিয়ে বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় আরও চারজন।

পরে তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন, বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকার মো. মিলন হাওলাদার (৪২), বরগুনার গরিচন্না এলাকার মো. কাওসার (১৭), মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী এলাকার মো. হাসান হাওলাদার (২২) ও শামীম হাওলাদার (২৪)।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মন্টু বলেন, মাগরিবের পূর্বে টিউবওয়েল বসাতে গিয়ে খুঁটি ছিড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ে দুর্ঘটনা ঘটেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বার্তা২৪.কম-কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর