থাকা-খাওয়ায় ছাড় পাচ্ছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-03 06:15:39

প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক ডুবে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়া ৭০০ পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দিচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুলাই) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেকের কটেজে কর্মরত যতেন ত্রিপুরা।

তিনি বলেন, পর্যটকরা সাজেক ছাড়তে না পারায় চরম বিপাকে পড়েছেন। তাদের হোটেল-মোটেল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সাজেকের বাঘাইহাট এবং মাচালং বাজার এলাকায় পানিবন্দি ৫০০ জনের মধ্যে খাবার বিতরণ করেছে সাজেক ইউনিয়ন পরিষদ।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সড়কে পানি থাকায় সাজেকে যোগাযোগ ব্যবস্থা এখনও সচল হয়নি। পানি সরে গেলে যোগাযোগ ব্যবস্থা আবারও সচল হবে।

জানা যায়, সকালে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ফলে সাজেকে ছোট-বড় মিলিয়ে ১২৫টি গাড়ির পর্যটক আটকা পড়েন।

অন্যদিকে সকাল থেকে খাগড়াছড়ি থেকেও কোনও গাড়ি সাজেকে প্রবেশ করেনি। এদিকে যারা আটকা পড়েছেন তাদের রুম ভাড়া লাগবে না বলে কটেজ মালিক সমিতি জানিয়েছে। শুধু পানির খরচ দিতে হবে।

এ সম্পর্কিত আরও খবর