সৈয়দপুরে পুলিশ বক্সে আগুন, অর্ধশতাধিক আহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী | 2024-07-18 20:25:57

নীলফামারীর সৈয়দপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীরা পাঁচমাথা মোড়ে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শহরের পাচঁমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন' কর্মসূচী পালনের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকেন। পরে দুপুরের দিকে তারা বিক্ষোভ নিয়ে শহরের পাচঁমাথা মোড় এলাকায় অবস্থান করেন। এ সময়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সে সময়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও রাবারবুলেট ছুঁড়েন।

এক পর্যায়ে আন্দোলনকারীরা একটি ট্রাফিক বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে দুই পুলিশ সদস্যসহ অর্ধশতাধীক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত বলেন, সৈয়দপুরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর