রংপুরে মব জাস্টিসের প্রতিবাদে বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-09-20 19:48:05

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু'জনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসসরা এখনো ছাত্র অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সর্বোচ্চ দুটি বিদ্যাপীঠে এমন নৃশংসতা পুরো জাতিকে কলঙ্কিত করেছে। একজন মানুষও যেন প্রতিহিংসার শিকার না হয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এবং মানুষ মারার পক্ষে কোনো সচেতন ছাত্র নয়।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাওয়াক্কীল বিল্লাহ বলেন, ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা এই মব জাস্টিসের সাথে যুক্ত তারা দেশের শত্রু। ছাত্রসমাজ যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। ঘটনায় দোষী যেই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।

এ সম্পর্কিত আরও খবর