নড়াইল পৌরসভার কাউন্সিলর জুয়েল গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নড়াইল | 2024-09-20 22:04:09

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগ করা মামলায় নড়াইল পৌরসভার কাউন্সিলর এ জেড এম ইকবল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত ইকবল আলম জুয়েল নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজি মোহাম্মদ শামসুল আলমের ছেলে এবং পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট সদর উপজেলার নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়। গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মুজাহিদুর রহমান পলাশ। ওই মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি।

নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর