র্যাব ফোর্সেসে কর্মরত সকল পদবীর কর্মকর্তাদের মানবাধিকার বিষয়ক আইন-কানুন সম্পর্কে ধারণা প্রদানের নিমিত্তে মানবাধিকার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি ও গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (২৩ ডিসেম্বর) র্যাব ফোর্সেস সদর দফতরের এলিট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে র্যাব ফোর্সেসের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালকরা ছাড়াও র্যাব সদর দফতরের সকল পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দসহ ৬০ জনের অধিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও ভিটিসির মাধ্যমে র্যাবের ব্যাটালিয়নগুলোর সকল কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনায় আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়, যা র্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।
আলোচনার দ্বিতীয় অংশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম আলোচক হিসেবে আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে বক্তব্য দেন। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।