এক মিনিটের অন্ধকারে গোটা দেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 18:56:45

২৫ মার্চ। বাংলাদেশের ইতিহাসে ভয়াল কাল রাত। কাল রাত স্মরণে দেশজুরে সোমবার (২৫ মার্চ) রাত ৯টায় বন্ধ করে দেওয়া হয় আলো। এক মিনিটের জন্য নিষ্প্রদীপ হয়ে যায় পুরো দেশ।

১৯৭১ সালে এই রাতে ‘অপারেশন সার্চলাইটের’ নামে ইতিহাসের বর্বোরোচিত হত্যাযজ্ঞে মেতে উঠেছিল দখলদার পাকিস্তানি বাহিনী। সেই রাতে হকচকিত ঢাকাবাসীর ঘরে ঘরে যে আলো নিভিয়ে দিতে হয়েছিল, তারই স্মরণে পালন হল প্রতীকী ব্ল্যাকআউট। কোথাও কোনো আলো জ্বলেনি।

সরেজমিনে দেখা যায়, রাত ৯টা বাজতেই রাজধানীজুড়ে এক অদ্ভুত আঁধার নেমে আসে। নিভে যায় জ্বলজ্বলে প্রদীপ। জনগণও নিজ নিজ বাতি নিভিয়ে ভয়াল রাতের স্মৃতিকে ফিরিয়ে আনেন ক্ষণিকের জন্য। 

প্রতীকী এই ব্লাকআউট কর্মসূচি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পালিত হয়। 

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ মার্চ রাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় কাল রাত। সেই রাতটিকে স্মরণ করতে সারাদেশে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর