রাজশাহীতে ৮ দিনেই মিলবে ভারতীয় ভিসা

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-26 17:36:50

আবেদনকারীর দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র জাল না হলে ও সঠিক তথ্য দিয়ে অনলাইন ফরম পূরণ করা হলে আট দিনেই ভারতীয় ভিসা পাওয়া সম্ভব বলে জানিয়েছেন রাজশাহীতে নব-নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ ) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সঞ্জিব কুমার ভাটি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশিদের আবেদন করা ভারতীয় ভিসার অধিকাংশই ভুল তথ্য দেওয়ার জন্য বাতিল হয়ে যায়। আবেদনকারী যদি সঠিক পদ্ধতিতে ও সঠিক কাগজপত্র সংযুক্ত করে, তবে আট দিনেই আবেদনকারীকে ভিসা দেওয়া সম্ভব। বর্তমানে রাজশাহীতে প্রতিদিন যে পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে, তাতে সপ্তাহে দু-একদিন নয়; প্রতিদিন রাজশাহী-কলকাতা ফ্লাইট পরিচালনা করা সম্ভব।

ভিসা আবেদনকারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সহকারী হাইকমিশনার বলেন, ‘জাল সনদ বা কাগজপত্র প্রদানসহ ডলারের জাল ইন্ডোর্সমেন্ট তৈরি ও অনলাইন ফর্ম সঠিক পদ্ধতিতে পুরণ না করার কারণেই মূলত ভিসা আবেদন বাতিল করা হচ্ছে। এই ভুল তথ্য-কাগজ তৈরিতে ও সাবমিট প্রক্রিয়ায় এক শ্রেণির দালাল চক্র জড়িত। সাধারণ মানুষনা বুঝেই সেই দালালদের ফাঁদে পড়ে অনিয়মগুলো করছেন।’

তিনি বলেন, ‘উপযুক্ত পর্যটন পরিবেশ ও স্থান তৈরি করতে পারলে ভারত থেকেও মানুষ রাজশাহীতে ঘুরতে আসবে। পর্যটনের বিকাশ ঘটবে দুই পক্ষের মধ্যকার আলোচনায়।’

নদীপথে যাতায়াতের গুরুত্ব তুলে ধরে সঞ্জিব কুমার বলেন, ‘আকাশপথ ও স্থলপথ বা ট্রেনপথের চাইতে নদীপথে পণ্য পরিবহনে খরচ তুলনামূলক কম। আগামীতে রাজশাহী থেকে ভারতের সাথে নৌপথে যাতায়াত ব্যবস্থার অবকাঠামো নির্মাণের পরিকল্পনা আছে।‘

এ সম্পর্কিত আরও খবর