রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় 'ইয়াং ম্যান্স ক্লাবে'র ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাব। এসময় ওই ক্যাসিনোর ভেতর থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু করে র্যাব-৩। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এবং র্যাব ৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান।
অবৈধভাবে চালানো এই জুয়ার আসরের মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।
র্যাব-৩ সূত্রে জানা যায়, বিকেল ৫টা থেকে অভিযান শুরু হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করতে গুলশান ২ এর ৫৯ রোডের ৪ নম্বর বাসার ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ক্যাসিনোর ভেতরে রয়েছেন।