আদালতে পাঠানো হচ্ছে রাজীবকে, ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 15:24:32

সন্ত্রাসবাদ, দখলদারিত্ব এবং চাঁদাবাজির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর (৩৩ নম্বর) তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেছে র‌্যাব।

রোববার (২০ অক্টোবর) রাজধানীর ভাটারা থানায় মামলা দুটি করেন র‌্যাবের ডিএডি মিজানুর রহমান। মামলা ২ টিতে আলাদা আলাদা করে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

র‌্যাব সদর দফতরের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে তারিকুজ্জামান রাজীবকে গ্রেফতার করে র‌্যাব।  এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র ও কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এরপর রাজীবকে নিয়েই মোহাম্মাদপুরে তার বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে ৫ কোটি টাকার একটি চেক উদ্ধার করে র‌্যাব।

এ সম্পর্কিত আরও খবর