ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন মারা গেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১টায় বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়।
দেলোয়ার হোসেন লালবাগ-পোস্তগোলা এলাকার কাউন্সিলর। তিনি কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।