নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৪৯তম বিজয় দিবস উদযাপন করেছে।
হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন।
জাতীয় পতাকা উত্তোলনের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে নয়াদিল্লি ও কলকাতা থেকে শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিক মিলেনিয়াম পোস্ট বিজয় বিদসের তাৎপর্য, বাংলাদেশ-ভারতের উষ্ণ সম্পর্ক এবং প্রধানমন্ত্রীর সক্ষম নেতৃত্বে বাংলাদেশের অপূর্ব অর্থনৈতিক অর্জন বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করেছে।
অনুষ্ঠানে পরিবেশিত দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি গণমাধ্যমকর্মী, কূটনীতিক ও নয়াদিল্লিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মনোমুগ্ধ করেছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি দিল্লিভিত্তিক সংস্থা আহাং উপস্থাপন করেছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে চ্যান্সারি বিল্ডিং আলোকিত হয়েছিল।