জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেছেন, 'ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুধু দিবস পালন করলেই হবে না, আমাদের মায়ের ভাষা বাংলাকে ভালবাসতে হবে। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কাজে প্রমাণ করে দেখাতে হবে।'
তিনি বলেন, আমরা যদি আমাদের ভাষাকে ভালোবাসি তাহলে এ ভাষার সমৃদ্ধি ও উৎকর্ষতার জন্য সকলের কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের নটর ডেম কলেজে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুদ্ধভাবে বাংলা ভাষা যথাযথ প্রয়োগের আহ্বান জানিয়ে প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, 'যেখানে সম্ভব ইংরেজিকে পরিহার করা সেখানে পরিহার করতে হবে এবং যেখানে সম্ভব বাংলাকে প্রয়োগ করা সেখানে এর যথাযথ প্রয়োগ ঘটাতে হবে৷ তাহলেই আমাদের ভাষা সৈনিকদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।'
আলোচনা সভায় নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. জর্জ কমল রোজারিও’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর, নটর ডেম কলেজের বাংলা বিভাগের প্রভাষক আতিকুল বাশার প্রমুখ।
এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।